সম্প্রতি সংস্থা কর্তৃক বাস্তবায়িত ‘কোভিড-১৯ এর বিরুদ্ধে সুরক্ষা ও জনচাহিদাভিক্তিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় সাধারণ মানুষের জন্য ‘টিকা রেজিস্ট্রেশন ক্যাম্প’ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার দুটি উপজেলায় এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডে লোকমোর্চার উদ্যোগে কোভিড-১৯ টিকা গ্রহণের জন্য এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দামুড়হুদা বাসস্ট্যান্ড যাত্রী ছাউনিতে ১৫ জুলাই-১০ আগস্ট ২০২১ আয়োজিত ক্যাম্পে সাধারণ এবং প্রান্তিক নারী-পুরুষসহ মোট ২০৪ জনের রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়। এছাড়া চুয়াডাঙ্গা সদর উপজেলার ওল্ড জে এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৯-২৮ জুলাই এ সময়ের মধ্যে মোট পাঁচদিন ১৭০ জন টিকা রেজিস্ট্রেশন সম্পন্ন করেন। একইসাথে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ড মেহেদিবাগের বিট পুলিশিং কার্যালয়ে ২৮ ও ২৯ জুলাই অনুষ্ঠিত ক্যাম্পেইনে মোট ৬০ জন টিকা রেজিস্ট্রেশন সম্পন্ন করেন, যাদের মধ্যে ৩৫ জন পুরুষ এবং নারী ২৫ জন। এ সংকটকালীন সময়ে লোকমোর্চা ও ওয়েভ ফাউন্ডেশনের কার্যক্রমটি সাধারণ জনমানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। উল্লেখ্য যে, প্রকল্পটি দি এশিয়া ফাউন্ডেশন ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।