সংস্থার কৈশোর কর্মসূচির কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা সামাজিক ব্যাধি প্রতিরোধসহ বিভিন্ন ইস্যুতে কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ব্যাপক সংক্রমণ রোধ এবং জনস্বাস্থ্যের উন্নয়নে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার ১০টি উপজেলার বিভিন্ন ইউনিয়নে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা যেসব উদ্যোগ গ্রহণ করেছে, তারমধ্যে উল্লেখযোগ্য হলো:

  • উল্লিখিত কর্মএলাকায় ২২৪০টি মাস্ক তৈরি ও বিতরণ
  • অল্প খরচে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে ১১৭০ বোতল সোপি ওয়াটার তৈরি ও বিতরণ
  • করোনা প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে ৩৬৬০টি পরিবারে হাউজ টু হাউজ ক্যাম্পেইন
  • ২টি উপজেলায় করোনা ভ্যাকসিন গ্রহণে রেজিস্ট্রেশন ক্যাম্প আয়োজন
  • ঘন ঘন হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার জন্য ক্লাবভিত্তিক ২টি ক্যাম্প আয়োজন

এ সকল কার্যক্রমে ক্লাবের ৩৮৭জন কিশোরী ও ১১৭জন কিশোরসহ মোট ৫০৪জন অংশগ্রহণ করে। উদ্যোগসমূহের সফল বাস্তবায়নের ফলে কর্মএলাকার প্রায় ৬ হাজার নারী-পুরুষের করোনা ভাইরাস প্রতিরোধে সুরক্ষাবিধি বিষয়ে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। এছাড়া প্রায় ১০০ জন নারী-পুরুষ করোনা ভ্যাকসিন গ্রহণ করেছে। কর্মএলাকার সরকারি-বেসরকারি ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সাধারণ জনগণের কাছে ক্লাবের এ সকল উদ্যোগ ব্যাপক প্রশংসিত হচ্ছে এবং সমর্থন পাচ্ছে।

Contact Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Not readable? Change text. captcha txt