‘মেধা ও মননে সুন্দর আগামী’ প্রতিপাদ্যকে সামনে রেখে ওয়েভ ফাউন্ডেশন ও পিকেএসএফ-এর আর্থিক ও কারিগরি সহায়তায় অনুষ্ঠিত হলো কৈশোর কার্যক্রমের বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা। পুরো ফেব্রুয়ারি ২০২৫ মাসজুড়ে চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ৫টি উপজেলার আওতাধীন ২৫টি ইউনিয়নে এই আয়োজন অনুষ্ঠিত হয়। 

এই প্রতিযোগিতার মূল চালিকা শক্তি ছিল ৪৫০টি কিশোর-কিশোরী ক্লাবের মেন্টর ও নেতৃবৃন্দ, যারা নিজেদের উদ্যোগে পুরো আয়োজনকে সফল করে তোলে। কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশকে গুরুত্ব দিয়ে প্রতিযোগিতার মূল ইভেন্টগুলো ছিল—ভলিবল, ১০০ মিটার দৌড়, পাঞ্জা লড়াই, চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত। এসব ইভেন্ট পরিচালনায় যুক্ত ছিলেন সংশ্লিষ্ট এলাকার হাইস্কুলের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। 

অনুষ্ঠানগুলোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দ, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি, ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র কর্মকর্তাবৃন্দ, প্রবীণ ও যুব প্রতিনিধিরা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়। অতিথিবৃন্দ ওয়েভ ফাউন্ডেশন ও পিকেএসএফ-এর এই উদ্যোগের প্রশংসা করেন এবং কিশোর-কিশোরীদের এমন কার্যক্রমে সম্পৃক্ত থাকার জন্য উৎসাহ প্রদান করেন। 

প্রতিযোগিতায় অংশ নেওয়া ক্লাব সদস্যরা বলেন, “আমাদের ক্লাবগুলোতে প্রতিবছর এই ধরনের আয়োজন হয়, তাই আমরা নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করতে পারি। এতে আমরা বাজে চিন্তা-ভাবনা থেকে দূরে থাকি এবং পড়াশোনার পাশাপাশি নিজেদের দক্ষতা বাড়াতে পারি।” তারা আরও জানান, “উপজেলা পর্যায়ের চূড়ান্ত পর্বে আরও ভালো ফলাফল করবো বলে আমরা আত্মবিশ্বাসী। আমাদের পাশে থাকার জন্য ওয়েভ ফাউন্ডেশন ও পিকেএসএফকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।” 

এই আয়োজন কিশোর-কিশোরীদের বিকাশের পাশাপাশি তাদের মধ্যে নেতৃত্বগুণ, শৃঙ্খলা ও দলগত কাজের চেতনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

Contact Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Not readable? Change text. captcha txt