সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ওয়েভ ফাউন্ডেশনের কর্মএলাকা কুষ্টিয়া জেলার ৫০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর ২০২৩ শনিবার কুষ্টিয়ার শিল্পকলা একাডেমিতে এনসিসি ব্যাংকের আর্থিক সহযোগিতায় কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলমের সভাপতিত্বে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন প্রকারের বীজ, সার ও কীটনাশক বিতরণ করেন। যেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মহসিন আলী।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. হায়াত মাসুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এনসিসি ব্যাংক প্রধান কার্যালয়ের কোম্পানী সেক্রেটারি মো. মনিরুল ইসলাম ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাসহ ওয়েভ ফাউন্ডেশন প্রধান কার্যালয়ের সিনিয়র কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন। কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা এনসিসি ব্যাংক এবং ওয়েভ ফাউন্ডেশনের এ মহতী উদ্যোগকে স্বাগত জানান।
ওয়েভের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মহসিন আলী তার বক্তব্যে বলেন, “এ কার্যক্রমের ফলে কুষ্টিয়ার প্রান্তিক কৃষকরা উপকৃত হবেন এবং এলাকার কৃষকদের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আমার বিশ্বাস। কৃষিই আমাদের উন্নয়নের মূল চালিকাশক্তি। তাই কৃষিকাজের সাথে যুক্ত সকলের কথা আমাদের সবার আগে ভাবতে হবে। বর্তমানে আমাদের সংস্থা ১৭ জেলায় ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-জীবিকার মনোন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। পাশাপাশি বেকারত্ব দূর করতে বিভিন্ন ধরণের ট্রেডে ট্রেনিং কার্যক্রম পরিচালনা করছে।”
পরবর্তীতে এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম সভাপতির বক্তব্যে বলেন, “এনসিসি ব্যাংক প্রধানমন্ত্রীর ঘোষিত দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ব্যাংকের বিভিন্ন শাখা প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোরায় সেবা পৌঁছানোর লক্ষ্যে ওয়েভ ফাউন্ডেশনের মতো বেসরকারি উন্নয়ন সংস্থার সাথে বহুমুখী উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। আমি আশা করি, এ যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকলে অচিরেই আমরা আমাদের কাঙিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারবো।