“সামাজিক পুঁজি গঠনের মাধ্যমে স্থানীয় প্রশাসনের সহায়তায় সরকারি সেবাসমূহ জনবান্ধবকরণ-(লোকমোর্চা)” প্রকল্পের অধীনে বিগত সেপ্টেম্বর ২০২১ চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার ৩টি ও মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার ৪টি ইউনিয়নের স্ট্যান্ডিং কমিটিসমূহ কার্যকরীকরণে ত্রৈমাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি, ইউপি সচিব, ইউনিয়ন পর্যায়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, পুলিশ ও বিজিবি এবং লোকমোর্চা সদস্যসহ সকলে সক্রিয় অংশগ্রহণ করেন। এ সকল সভায় স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি সেবার মানোন্নয়ন এবং সরকারি সেবা প্রতিষ্ঠানসমূহের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতকরণে বিদ্যমান সমস্যা ও সীমাবদ্ধতা নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। আলোচনা শেষে, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিগণ তাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরেন। একইসাথে সকলের মতামতের ভিত্তিতে নিম্নলিখিত কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়:
- ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিকের সমস্যা ও উপ-স্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস ডাক্তার নিয়োগ বিষয়ে স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে লোকমোর্চার লবিং/সংলাপ আয়োজন করা।
- প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় হতে ছাত্র-ছাত্রী ঝরে পড়া রোধে ওয়ার্ড ভিত্তিক অভিভাবক সমাবেশ করা।
- নির্দিষ্ট দিনে গ্রাম আদালতে বিচারকার্য পরিচালনা করা।
- স্ট্যান্ডিং কমিটিসমূহ কার্যকরীকরণে নিয়মিত সভা ও সিদ্ধান্ত বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করা।
- উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের ইউপি কমপ্লেক্সে বসার ব্যবস্থা ও নিয়মিত কৃষি পরামর্শ প্রদানের ব্যবস্থা করা।
- সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রকৃত দুঃস্থদের তালিকা তৈরিতে সহায়তা প্রদান করা।
- বাল্যবিবাহ ও যৌতুক নিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা।