চুয়াডাঙ্গা জেলা ও সদর উপজেলা লোকমোর্চার সদস্যবৃন্দ গত ১৪ আগস্ট ২০২১ ‘কোভিড-১৯ এর বিরুদ্ধে সুরক্ষা ও জনচাহিদাভিক্তিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা শক্তিশালীকরণ` প্রকল্পের অধীনে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলাইমান হক জোয়ার্দ্দারের নিকট স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে লোকমোর্চার সদস্যরা দাবি করেন যে, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আইসিইউ বেড না থাকায় করোনা রোগীসহ এলাকার অন্যান্য জটিল রোগে আক্রান্তরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
সেজন্য হাসপাতালে যত দ্রত সম্ভব আইসিইউ বেড স্থাপনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। স্মারকলিপি পেয়ে সোলাইমান হক জোয়ার্দ্দার বলেন, ‘সরকারি সেবার পাশাপাশি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দলীয়ভাবেও চিকিৎসা সরঞ্জাম ও লোকবল দিয়ে কোভিড মোকাবেলার চেষ্টা করছি আমরা। প্রয়োজনে লোকবল আরো বাড়াব। আইসিইউ বেড স্থাপনের বিষয়টিও আমরা যথাযথ পর্যায়ে তুলে ধরব। চুয়াডাঙ্গা জেলার মানুষের স্বাস্থ্য সেবার মান আরও ভালো করার জন্য জেলাবাসীর পাশে আমি সবসময়ই আছি।’
এছাড়াও ১৭ আগস্ট ‘সামাজিক পুঁজি গঠনের মাধ্যমে স্থানীয় প্রশাসনের সহায়তায় সরকারি সেবাসমূহ জনবান্ধবকরণ’ প্রকল্পের অধীন সিভিল সার্জনের সাথে চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়নে লোকমোর্চার প্রতিনিধিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা সিভিল সার্জন এ এস এম মারুফ হাসান সভায় উপস্থিত থেকে লোকমোর্চা সদস্যদের দাবি-দাওয়া গুরুত্ব দিয়ে শোনেন এবং তা বাস্তবায়নে পর্যায়ক্রমে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। মতবিনিময় সভায় লোকমোর্চার পক্ষ থেকে নিন্মলিখিত দাবিগুলো তুলে ধরা হয় :
- জেলা সদর হাসপাতালে আইসিইউ প্রতিষ্ঠা।
- চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগ।
- জেলার সকল হাসপাতালে স্বাস্থ্য উপকরণের ঘাটতি পূরণে যথাযথ উদ্যোগ গ্রহণ।
- সকল হাসপাতালে মোটরসাইকেল, সাইকেল ও ভ্যানের জন্য শেড তৈরির উদ্যোগ গ্রহণ।
- সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো দালালমুক্ত রাখার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ।