বিগত ২ ফেব্রুয়ারি ২০২১ পটুয়াখালী জেলার গলাচিপা সদর পাইলটিং ইউনিয়নে পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল-পিপিইপিপি” প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক, একিউএম গোলাম মাওলা। পরিদর্শনকালীন তার নেতৃত্বে সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন ইউনিট কর্মকর্তাদের একটি প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন।

ইউরোপীয় ইউনিয়ন ও ইউকেএইড-এর অর্থায়নে এবং পিকেএসএফ-এর সহায়তায় ওয়েভ ফাউন্ডেশন মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ৩টি ইউনিয়ন ও পটুয়াখালী জেলার গলাচিপা উজেলার ৪টি ইউনিয়নে এ প্রকল্প ডিসেম্বর, ২০১৯ হতে বাস্তবায়ন করছে। মাঠ পরিদর্শনের অংশ হিসেবে প্রতিনিধি দল গলাচিপা সদর ইউনিয়নের কালিকাপুর  গ্রামের ২টি অতিদরিদ্র পরিবারে (সালমা ও পলি) বাস্তবায়িত দেশি মুরগি পালন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন; তাদের সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এছাড়া লোহালিয়া গ্রাম কমিটির চলমান সেশন পর্যবেক্ষণ ও সদস্যদের সাথে মতবিনিময় করেন। পরবর্তীতে মা ও শিশু ফোরাম এবং যুব ফোরামের সদস্যদের সাথে তাদের উদ্যোগ, কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন।

দিনব্যাপী এ পরিদর্শনে সংস্থার পক্ষে উপ-নির্বাহী পরিচালক আনোয়ার হোসেনসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মী-কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরিশেষে, উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রকল্প কর্মকর্তাদের সাথে মাঠ পরিদর্শনের অভিজ্ঞতা বিনিময় করেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

Contact Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Not readable? Change text. captcha txt

This will close in 10 seconds