হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর কিশোরী ক্লাবের সভানেত্রী নুরে জান্নাত অর্পার সভাপতিত্বে গত ২২ সেপ্টেম্বর দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের সাথে সংস্থার কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন সুলতানা এবং বিশেষ অতিথি হিসেবে দৌলতপুর থানার ওসি নিশি কান্ত সরকার উপস্থিত ছিলেন।
সংস্থার কৈশোর কর্মসূচির কুষ্টিয়া জেলার দৌলতপুর ও ভেড়ামারা উপজেলার কিশোর-কিশোরী ক্লাবের সদস্য, সাংবাদিক, অভিভাবক, এনজিও কর্মী ও সরকারি কর্মকর্তাসহ প্রায় ৭০ জনের অংশগ্রহণে বাল্যবিবাহ, যৌনহয়রানি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে করণীয় বিষয়ে এ আলোচনা সভা শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। চরদামুকদিয়া কিশোরী ক্লাবের সভানেত্রী বীণা রানীর শুভেচ্ছা বক্তব্যের পর ক্লাবের প্রধান প্রধান কাজের ৪টি ক্ষেত্র ও বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন কিশোর-কিশোরী ক্লাবের সভানেত্রী/সভাপতি ও সম্পাদকবৃন্দ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “ওয়েভ ফাউন্ডেশন কিশোর-কিশোরীদের সংগঠিত করে তাদের মূল্যবোধ ও নৈতিক শিক্ষার পাশাপাশি বাল্যবিবাহ, যৌনহয়রানী ও নারী-শিশু নির্যাতন রোধে যে ভূমিকা পালন করছে তা খুবই প্রশংসনীয়।” তিনি আরও বলেন, “স্থানীয় প্রশাসন তোমাদের সাথে আছে। যেকোন প্রয়োজনে মোবাইলের মাধ্যমে বা সশরীরে এসে যোগাযোগ করলে আমরা পাশে দাঁড়াবো। সামাজিক ব্যাধি যেভাবে ছড়াচ্ছে তা সম্মিলিতভাবে প্রতিরোধ করা না গেলে সমাজ আরো কলুষিত হয়ে পড়বে। তাই সম্মিলিতভাবে বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে।”