গত ১৯ নভেম্বর ইডকল-এর কারিগরি ইউনিটের প্রধান মো. ওয়াহেদুর রহমান ওয়েভ ফাউন্ডেশন-এর বিভিন্ন সৌর সেচ প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে ইডকল কর্তৃপক্ষ ছাড়াও সংস্থার সংশ্লিষ্ট কর্মী-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। গত মে মাসে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া প্রলয়ংকরী ঘূর্ণিঝড় আম্পানে মানুষের ঘর-বাড়িসহ মাঠের ফসল ও গাছপালার ব্যাপক ক্ষতি সাধিত হয়। যার ফলে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলায় স্থাপিত সংস্থার ৭২টি সেচ প্রকল্পের ২২টি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৩টি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মাঠ পর্যায়ের এ সকল ক্ষতিগ্রস্ত সেচ প্রকল্প সরেজমিনে তিনি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে, সকলেই খুব দ্রুত এ পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।