যে কোন দুর্যোগকালের মতো চলমান করোনা পরিস্থিতিতেও ওয়েভ ফাউন্ডেশন দেশের অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রায় এক বছরের বেশি সময় ধরে করোনার ভয়াবহ প্রভাবে দরিদ্র মানুষ আরো বেশি দরিদ্র হয়েছে। অনেক শ্রমজীবী ও কর্মজীবী মানুষ তাদের কাজ হারিয়ে বেকার জীবনযাপন করছে।
এ সময়ে বিশেষ করে রিকশা ও ভ্যানচালক এবং এ ধরনের কাজের সাথে জড়িতদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এসব মানুষের কিছুটা কর্মসংস্থানের লক্ষ্যে সংস্থা ‘কোভিড-১৯: কৃষি ও প্রাণিসম্পদ বিষয়ক ভ্যালু চেইন’প্রকল্পের আওতায় হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলার দরিদ্রদের মাঝে সবজির ভ্যান এবং গোদাগাড়ী উপজেলার ৫ জনকে দুধের ক্যান ও মোটরচালিত ভ্যান বিতরণ করে। এ সহায়তা প্রদানকালে সেখানে উপস্থিত ছিলেন পবা ও গোদাগাড়ী উপজেলার সম্মানিত ইউএনও মহোদয়। বিশেষ পরিস্থিতির কারণে দরিদ্র ও কর্মহীন এ জনগোষ্ঠীর পাশে থাকার জন্য তিনি ওয়েভ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান এবং অন্যান্যদেরও সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার অনুরোধ করেন।