ওয়েভ ফাউন্ডেশন এমজেএফ ও ইউকেএইডের সহযেগিতায় ‘রেসপন্স’ প্রকল্পের আওতায় মাগুরা জেলার শ্রীপুর ও মহম্মদপুর উপজেলার ১৬টি ইউনিয়নে যেসব সরকারি সেবা দায়বদ্ধ করার উদ্দেশ্যে কার্যক্রম বাস্তবায়ন করছে, তার মধ্যে কৃষি সেবা অন্যতম। এলাকার কৃষকদের সহায়তার উদ্দেশ্যে গত মার্চ মাসে প্রত্যেক ইউনিয়ন পরিষদের সামনে এবং জনসমাগম হয় এমন কয়েকটি স্থানে মোট ১৯টি কৃষি সেবা বিষয়ক `নাগরিক সনদ’ বা সিটিজেন চার্টার বিলবোর্ড আকারে স্থাপন করা হয়েছে।
এলাকার কৃষকরা কোথায়, কীভাবে, কার কাছ থেকে, কী ধরনের কৃষি সেবা পেতে পারেন; এসব সেবা পেতে হলে কোনো মূল্য প্রদান করতে হবে কি-না; সঠিকভাবে সেবা না পেলে কোথায়, কীভাবে অভিযোগ করতে হবে; তাৎক্ষণিক তথ্যসেবা পাওয়ার হটলাইন নম্বর ও অনলাইন সার্ভিস পোর্টালের ঠিকানা, সর্বোপরি স্থানীয় কৃষি ব্লকগুলোতে দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের নাম ও ফোন নম্বর প্রভৃতি তথ্য এ নাগরিক সনদে স্থান পেয়েছে। নাগরিক সনদ তৈরির কাজে প্রকল্পভুক্ত ইউনিয়ন পরিষদ, সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তাগণ সার্বিক সহযোগিতা প্রদান করেছেন। আশা করা যায়, এখন থেকে এলাকার কৃষকরা এ নাগরিক সনদের মাধ্যমে কৃষি সেবা বিষয়ক উল্লিখিত তথ্যগুলো জানতে পারবেন, প্রয়োজনীয় ক্ষেত্রে যোগাযোগ করে কৃষিকাজ সম্পর্কে আরো সমৃদ্ধ হয়ে সঠিকভাবে ও বেশি পরিমাণে ফসল উৎপাদনে উৎসাহিত হবেন।