সংস্থার কৈশোর কর্মসূচির কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা সামাজিক ব্যাধি প্রতিরোধসহ বিভিন্ন ইস্যুতে কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ব্যাপক সংক্রমণ রোধ এবং জনস্বাস্থ্যের উন্নয়নে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার ১০টি উপজেলার বিভিন্ন ইউনিয়নে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা যেসব উদ্যোগ গ্রহণ করেছে, তারমধ্যে উল্লেখযোগ্য হলো:
- উল্লিখিত কর্মএলাকায় ২২৪০টি মাস্ক তৈরি ও বিতরণ
- অল্প খরচে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে ১১৭০ বোতল সোপি ওয়াটার তৈরি ও বিতরণ
- করোনা প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে ৩৬৬০টি পরিবারে হাউজ টু হাউজ ক্যাম্পেইন
- ২টি উপজেলায় করোনা ভ্যাকসিন গ্রহণে রেজিস্ট্রেশন ক্যাম্প আয়োজন
- ঘন ঘন হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার জন্য ক্লাবভিত্তিক ২টি ক্যাম্প আয়োজন
এ সকল কার্যক্রমে ক্লাবের ৩৮৭জন কিশোরী ও ১১৭জন কিশোরসহ মোট ৫০৪জন অংশগ্রহণ করে। উদ্যোগসমূহের সফল বাস্তবায়নের ফলে কর্মএলাকার প্রায় ৬ হাজার নারী-পুরুষের করোনা ভাইরাস প্রতিরোধে সুরক্ষাবিধি বিষয়ে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। এছাড়া প্রায় ১০০ জন নারী-পুরুষ করোনা ভ্যাকসিন গ্রহণ করেছে। কর্মএলাকার সরকারি-বেসরকারি ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সাধারণ জনগণের কাছে ক্লাবের এ সকল উদ্যোগ ব্যাপক প্রশংসিত হচ্ছে এবং সমর্থন পাচ্ছে।