চুয়াডাঙ্গার শিল্প নগরী দর্শনায় সোনিয়ার জীবন কখনোই সহজ ছিল নামাত্র এক বছর বয়সে মা হারানোর পর থেকেই তার জীবনে শুরু হয় কঠিন পথচলাবাবা আবার বিয়ে করলে সোনিয়া সৎমায়ের সংসারে বড় হনকষ্টের মধ্যেও তিনি হাল ছাড়েননিঅষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে তিনি জীবনের অনেক বাধা পার করেন 

জীবন তখনও কঠিন ছিলঅল্প বয়সে বিয়ে হয়, আর স্বামীর মাসে ৫,০০০ টাকা আয়ে সংসার চালানো ছিল মুশকিলতবু সোনিয়া স্বপ্ন দেখতেনস্বামীর পাশে দাঁড়িয়ে পরিবারকে সাহায্য করার স্বপ্ন 

একদিন তার জীবনে নতুন মোড় আসেওয়েভ ফাউন্ডেশনের অঙ্কুর ক্র্যাফটসের ফিল্ড ট্রেনার নাহিদা পারভিনের সঙ্গে পরিচয় হয়নাহিদা তাকে জানান, বেকার নারীদের জন্য হস্তশিল্পের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সঙ্গে মিলছে ছোট পারিশ্রমিকসোনিয়া সুযোগটি কাজে লাগানপ্রশিক্ষণ নিয়ে তিনি দ্রুত দক্ষতা অর্জন করেন 

প্রশিক্ষণ শেষে তিনি বাড়িতে বসে হস্তশিল্পের অর্ডার নিতে শুরু করেনশুরুতে সোনিয়া নিজের আয় বাড়ানোর জন্য খুব পরিশ্রম করেনপ্রতিদিনের কাজ এবং অর্ডারের পরিমাণ বাড়তে থাকেকঠোর পরিশ্রমে তার আয় বাড়তে থাকেস্বামীর সঙ্গে মিলে তাদের সংসারের আয় বৃদ্ধি পায়একটি ছোট পদক্ষেপ তার জীবনে বড় পরিবর্তন আনেসোনিয়া স্বাবলম্বী হন 

বর্তমানে সোনিয়া মাসে ১০,০০০-১২,০০০ টাকা আয় করেন। স্বামীর আয় মিলে তাদের মোট আয় ২৫,০০০ টাকা। এই টাকায় সংসার চলে, সন্তানের লেখাপড়াও হয়, কিছু টাকা ভবিষ্যতের জন্য সঞ্চয় করেন। কষ্টের দিনগুলো পিছনে ফেলে সোনিয়া এখন নিজের পরিশ্রমে একটি স্থিতিশীল জীবন গড়েছেন। 

Contact Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Not readable? Change text. captcha txt