View in your browser
header_november.2021
1_nov_oranage
২০২১ সালের এপ্রিলে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামে ১৫ শতক জমি ২০ বছরের জন্য লিজ নিয়ে সংস্থা একটি সৌর সেচ পাম্প স্থাপন করে। সৌর পাম্পের কারণে এলাকার কৃষকদের সেচ কাজে অনেক সাশ্রয় হয়েছে। আগে যেখানে ১ বিঘা জমিতে বোরো ধান চাষে পানির জন্য খরচ হতো ৪৫০০ টাকা। এখন সেখানে খরচ হয় মাত্র ৩০০০ টাকা। এই পাম্পেরই অব্যবহৃত জমিতে গড়ে তোলা হয়েছে পরিকল্পিত ছাগল খামার যা নারীদের কর্মসংস্থানেও ভূমিকা রাখছে।
kandari_update

বিশ্ব খাদ্য দিবস-২০২১ উদযাপন

খাদ্য-পুষ্টি, ভ্যাকসিন ও কর্মসংস্থান অধিকার বাস্তবায়নের দাবিতে জমায়েত, আলোচনা ও মানববন্ধন

2
করোনা সংক্রমণের পর “স্বাস্থ্য এবং কর্মসংস্থানের অধিকার” খাদ্য অধিকার বাংলাদেশ নেটওয়ার্কের কাজে নতুন ইস্যু হিসেবে যুক্ত হয়েছে। সে ধারাবাহিকতায় বিশ্ব খাদ্য দিবস ২০২১ উদযাপনকে কেন্দ্র করে ‘খাদ্য-পুষ্টি, ভ্যাকসিন ও কর্মসংস্থান অধিকার’ বাস্তবায়নের দাবিতে নেটওয়ার্ক দেশব্যাপী জমায়েত, আলোচনা ও মানববন্ধন এবং জেলা প্রশাসক ও সংসদ সদস্য বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি আয়োজনের উদ্যোগ গ্রহণ করে।
3.4
দুই সন্তানের জননী মোছা. কহিনুর বেগমের জন্ম ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কুলতলা গ্রামে। ২০১৩ সালের ১০ জুন এ এলাকায় সংস্থার সোহাগ মহিলা সমিতির সদস্য হিসেবে যুক্ত হন কহিনুর। সে বছরই ১১ নভেম্বর, ১ম দফায় ২০ হাজার টাকা ঋণ নেন এবং এর সাথে নিজের জমানো ১০ হাজার টাকাসহ মোট ৩০ হাজার টাকা দিয়ে ১টি গরু ক্রয় করেন। ওয়েভ ফাউন্ডেশনের হাত ধরে দারিদ্র্যকে জয় করে সাফল্যের দোরগোড়ায় পৌঁছানো কহিনুরের এটা ছিল শুরুর গল্প।
4

জরায়ু ক্যান্সার প্রতিরোধে কমিউনিটি ক্লিনিক এবং সংস্থার যৌথ উদ্যোগে VIA TEST কর্মসূচি

নারীদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার মধ্যে জরায়ু ক্যান্সার অন্যতম। সাধারণত বিবাহিত এবং ৩০ বছরের বেশি বয়সীরা এ রোগে আক্রান্ত হন। তবে আশার কথা, নিয়মিত পরীক্ষা এবং সঠিক সময়ে ক্যান্সার নির্ণয় করা গেলে এটি সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। এ প্রেক্ষিতে চুয়াডাঙ্গা জেলার জীবননগর ও দামুড়হুদা উপজেলার ৬টি ইউনিয়নে স্থানীয় কমিউনিটি ক্লিনিকের সাথে সংস্থার যৌথ উদ্যোগে অক্টোবর ২০২১ মাসব্যাপী দরিদ্র নারীদের জরায়ু মুখে ক্যান্সার নির্ণয়ে ভায়া (Visual Inspection with Acetic Acid-VIA)পরীক্ষা এবং চিকিৎসাসেবা প্রদান কর্মসূচি পরিচালিত হয়।
5.3
ঢাকার আদাবরের মেহেদিবাগ এলাকার দরিদ্র ও প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে উত্তর সিটি করপোরেশনের ৩০নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আবুল কাশেমকে স্মারকলিপি প্রদান করে স্থানীয় লোকমোর্চা। গত ২৮ অক্টোবর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে `কোভিড-১৯ এর বিরুদ্ধে সুরক্ষা এবং জনচাহিদাভিত্তিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা শক্তিশালীকরণ’ প্রকল্পের এক সভা অনুষ্ঠিত হয়।

শেখ রাসেল দিবস উদযাপন

7.3
১৮ অক্টোবর ২০২১ শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন। ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবন আলোকিত করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল জন্মগ্রহণ করেন। বাবার বুকের গভীরে মুখ রেখে সাহস আর বীরত্বের উষ্ণতা নেবার যখন ছিল শ্রেষ্ঠ সময়, ঠিক তখনই তাকে নির্মমভাবে হত্যা করা হয়। শেখ রাসেল স্বাধীনতার মহান স্থপতি শেখ মুজিবের পুত্র, এটাই হয়তো ছিল তার একমাত্র এবং সবচেয়ে বড় অপরাধ।
6.1
সংস্থার `নিরাপদ ফসল উৎপাদন ও বাজারজাতকরণ প্রকল্প' এর অধীনে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার বিভিন্ন এলাকায় ২০টি ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদন ও ব্যবহার প্রদর্শনী স্থাপন করা হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গা জেলায় ৫০টি প্রদর্শনী স্থাপন এবং ২০টি প্রতিরূপায়ন বা Replicate করা হয়েছে। ট্রাইকো কম্পোস্ট হলো একধরনের জৈব সার, যার মূল উপাদান ট্রাইকোড্রামা নামক একধরনের উপকারী ছত্রাক। বিভিন্ন ধরনের ফসল উৎপাদনে এ সার ব্যবহার করে ভালো ফলন পাচ্ছেন এলাকার কৃষকেরা।
wave_logo_n
Prepared by: Communications and Knowledge Management Division
© WAVE Foundation 2021
House# 22/13 B, Block-B, Khilji Road, Mohammadpur, Dhaka-1207, Bangladesh
+880 258 151620, +880 248110103
www.wavefoundationbd.org
facebook twitter instagram youtube linkedin