View in your browser
header_bangla_aug

করোনা প্রতিরোধে ওয়েভ ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

1.
মহামারী করোনা প্রতিরোধে গত ১৩ জুলাই ২০২১ হতে ওয়েভ ফাউন্ডেশন সমৃদ্ধি যুব ফোরাম, লোকমোর্চা এবং কৃষিমোর্চার সদস্যদের সাথে নিয়ে জরুরি চিকিৎসা সেবা প্রদানসহ বিশেষ কার্যক্রম পরিচালনা করছে। চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা ও জীবননগর উপজেলার ৮টি ইউনিয়নে এ কার্যক্রমের অধীনে নানাবিধ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

কালার ব্রয়লার: সম্ভাবনার নতুন দ্বার

collage1
কালার ব্রয়লার জাতের মুরগি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত একটি নতুন জাত। বাজারের প্রচলিত ব্রয়লার মুরগির প্যারেন্টস্টকের সাথে দেশি মুরগির সংকরায়নের মাধ্যমে এ নতুন জাতের উন্নয়ন করা হয়েছে। ফলে কালার ব্রয়লার বা বাউ-ব্রো জাতের মুরগির মাংস তুলনামূলকভাবে ব্রয়লার মুরগির থেকে দৃঢ় এবং স্বাদে প্রায় দেশি মুরগির মাংসের মত।

কোভিড-১৯ টিকা গ্রহণের জন্য লোকমোর্চার উদ্যোগে

রেজিস্ট্রেশন ক্যাম্প

3
সম্প্রতি সংস্থা কর্তৃক বাস্তবায়িত ‘কোভিড-১৯ এর বিরুদ্ধে সুরক্ষা ও জনচাহিদাভিক্তিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় সাধারণ মানুষের জন্য ‘টিকা রেজিস্ট্রেশন ক্যাম্প’ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার দুটি উপজেলায় এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডে লোকমোর্চার উদ্যোগে কোভিড-১৯ টিকা গ্রহণের জন্য এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

যৌথ স্বপ্নে যৌথ চাষ

4
দরিদ্র পরিবারে জন্ম নেয়া মোছা. রশিদা বেগমের বিবাহ হয় আরেক দরিদ্র পারিবারে। অভাবের সাথে লড়াই করতে করতে ক্লান্ত রশিদা এ অবস্থা আর মানতে পারছিলেন না। তাই স্বামীর সাথে যৌথভাবে কাজ করে পরিবারের স্বচ্ছলতা আনার ব্যাপারে নানাবিধ চিন্তা করছিলেন। কৃষক পরিবারের মেয়ে হওয়ায় কৃষি কাজ সম্পর্কে তার ধারণা ছিল ভালই। একদিন রশিদা তার স্বামী ছানোয়ারের সাথে পান চাষের পরিকল্পনা করেন।

সিএসএমের ডাকা প্রাক-সম্মেলনের সাথে একাত্মতা প্রকাশ

collage
২০১৯-এর সেপ্টেম্বরে জাতিসংঘ কর্তৃক এসডিজির অগ্রগতি পর্যালোচনার প্রেক্ষিতে সেপ্টেম্বর ২০২১ এ খাদ্য ব্যবস্থা সম্মেলন-এফএসএস (Food Systems Summit-FSS) আহ্বান করা হয়। যদিও খাদ্য নিরাপত্তাহীনতা ও অপুষ্টি দূরীকরণে কর্মরত নাগরিক সমাজের সংগঠনগুলোর সর্ববৃহৎ পরিসর সিএসএমের (Civil Society and Indigenous Peoples’ Mechanism-CSM for relations with the Committee on World Food Security-CFS) মতে, এফএসএস প্রক্রিয়াটি প্রথমত- মানবাধিকার ও জনগণের অধিকার বা ন্যায্যতার জন্য ব্যবস্থা পরিবর্তনের ভিত্তিতে হচ্ছে না;

সংস্থার সৌর সেচ প্রকল্পে একজন প্রতিবন্ধীর কর্মসংস্থান

damurhuda-sip-2-satter
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার খাঁনপাড়া কেশবপুর মাঠে সংস্থার সৌর সেচ পাম্প পরিচালনার (অপারেটর) দায়িত্বে নিয়োজিত রয়েছেন দুর্ঘটনায় হাত হারানো প্রতিবন্ধী আব্দুস সাত্তার। ২০০০ সালের কোন একদিন পাওয়ার ট্রিলার মেরামত করতে গিয়ে অসাবধানতার কারণে তার ডান হাত সম্পূর্ণভাবে কেটে পড়ে যায়। হাত না থাকায় তার আয়ের পথ যখন বন্ধ, তখন সংসার চালাতে হিমশিম খাওয়া সাত্তার ছেলে-মেয়েদের স্কুলে পাঠাতে পারেননি।
wave_logo_n
Prepared by: Communications and Knowledge Management Division
© WAVE Foundation 2021
House# 22/13 B, Block-B, Khilji Road, Mohammadpur, Dhaka-1207, Bangladesh
+880 258 151620, +880 248110103
www.wavefoundationbd.org
facebook twitter instagram youtube linkedin