View in your browser
july_bangla

ওয়াশ খাতে ১০০ কোটি টাকা ঋণ বিতরণ সম্পন্ন

1.
ওয়েভ ফাউন্ডেশন ২০১৬ সাল থেকে নিরাপদ পানি এবং উন্নত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে পরিবার পর্যায়ে টিউবওয়েল ও টয়লেট স্থাপনের জন্য ঋণ ও কারিগরি সহায়তা প্রদান করে আসছে। ২০২১ সালের মে মাস পর্যন্ত ওয়াশ খাতে ১০০ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। যার মধ্যে ১৬ হাজার ৯৮৭ জন ঋণী প্রায় ৩৮ কোটি টাকা দিয়ে টিউবওয়েল স্থাপন করেছেন এবং ২৬ হাজার ১৭ জন ঋণী ৬২ কোটি ৪২ লক্ষ টাকা নিয়ে টয়লেট স্থাপন করেছেন। স্থাপিত টিউবওয়েল ব্যবহার করে বর্তমানে এসব পরিবারের ৭৬ হাজার ৪৪২ জন নিরাপদ খাবার পানি পান করছেন। আর মোট ১ লক্ষ ১৭ হাজার মানুষ স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করছেন।

সাড়া ফেলেছে "গ্রীন জেনারেশন চ্যালেঞ্জ" বৃক্ষরোপণ কর্মসূচি

july_tree
বিশ্ব পরিবেশ দিবস ২০২১ উপলক্ষে সংস্থার ইয়ুথ এসেম্বলি গত ৫-১২ জুন দেশব্যাপী ”গ্রীন জেনারেশন চ্যালেঞ্জ” নামে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। যুব সদস্যরা মনে করেন, বর্তমান পরিস্থিতিতে পরিবেশের যে বৈরী রূপ তা থেকে উত্তরণের সহজ আর কার্যকরী উপায় হচ্ছে বৃক্ষরোপণ। তাই বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে ইয়ুথ এসেম্বলি সপ্তাহব্যাপী এই ক্যাম্পেইনের আয়োজন করে।

কমিউনিটি ভিত্তিক কৃষি পণ্য সংগ্রহ ও বিপণন কেন্দ্র

3
স্থানীয় কৃষকদের উৎপাদিত সবজি, উচ্চমূল্যের ফসল, ফলমূল ন্যায্যমূল্যে বিক্রি এবং প্রাতিষ্ঠানিক ক্রেতা, নতুন ক্রেতা ও ঢাকাসহ বিভিন্ন আঞ্চলিক বাজারের সাথে সংযোগ স্থাপনের লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ধান্যঘরা গ্রামে সংস্থার উদ্যোগে ”কমিউনিটি ভিত্তিক কৃষি পণ্য সংগ্রহ ও বিপণন কেন্দ্র” গড়ে তোলা হয়েছে। বর্তমানে এই কেন্দ্রটি ইনপুট-আউটপুট বাজার পরিষেবা, পরিবহন সুবিধা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদানে কৃষকদের জন্য একটি ওয়ান-স্টপ সার্ভিস পয়েন্ট হিসেবে কাজ করছে। প্রথমদিকে ১০০ কৃষকের শাকসবজি বিক্রি এবং বিভিন্ন কৃষিভিত্তিক পরিষেবা সহজীকরণের জন্য কার্যক্রম পরিচালনা করা হলেও বর্তমানে প্রায় ৩০০ ছোট-বড় কৃষক এই কেন্দ্র হতে সেবা পাচ্ছেন।

খাদ্য অধিকার বাংলাদেশ নেটওয়ার্ক-এর উদ্যোগে
ভার্চুয়াল ওয়েবিনার

4
গত ৯ জুন ২০২১, ”খাদ্য অধিকার বাংলাদেশ” নেটওয়ার্ক কর্তৃক ”বাজেট ২০২১-২২: করোনাকালে জীবন ও জীবিকা” শীর্ষক এক ভার্চুয়াল ওয়েবিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী এম. এ. মান্নান এমপি।

ব্ল্যাক বেঙ্গল ছাগলের টেকসই বাজারজাতকরণে
দিনব্যাপী মার্কেট লিংকেজ ডেভেলপমেন্ট কর্মশালা

5
”জলবায়ুর প্রভাবে খুলনা মহানগরে স্থানান্তরিত অভিবাসী ও দরিদ্র পরিবারসমূহের অভিযোজিত জীবন-জীবিকার উন্নয়নে ছাগল পালন প্রকল্প”-এর আওতায় ব্ল্যাক বেঙ্গল ছাগলের টেকসই বাজারজাতকরণের লক্ষ্যে দিনব্যাপী এক ”মার্কেট লিংকেজ ডেভেলপমেন্ট কর্মশালা” অনুষ্ঠিত হয়। সংস্থার উদ্যোগে এবং জিআইজেড-এর আর্থিক সহযোগিতায় গত ৩০ মে ২০২১ নগরীর সোনাডাঙ্গাস্থ এনজিও ফোরাম প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাজেট নিয়ে মতবিনিময় সভায় বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি করোনা মোকাবেলায় জনপ্রতিনিধিদের সম্পৃক্তকরণের দাবি

6
প্রস্তাবিত জাতীয় বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী স্থানীয় পর্যায়ে পল্লী উন্নয়ন খাতে বরাদ্দ এবং নানা অবকাঠামোগত উন্নয়নের বিষয়গুলো উল্লেখ করেছেন। কিন্তু স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক উন্নয়ন, যেমন জনবল, সক্ষমতা বৃদ্ধি, হস্তান্তরিত বিষয়/দপ্তর প্রভৃতি বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বা হবে, সেসবের উল্লেখ বাজেটে নেই। চলমান করোনা মহামারিতে বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারেও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সম্পৃক্ততা অপরিহার্য। গত ২০ জুন ২০২১ নাগরিক সমাজের নেটওয়ার্ক ”গভার্নেন্স এডভোকেসি ফোরাম” আয়োজিত ”করোনাকালে স্থানীয় সরকারের ভূমিকা ও বাজেট ২০২১-২২” শীর্ষক এক অনলাইন আলোচনায় বক্তারা এসব বলেন।

সমৃদ্ধি যুব ফোরামের সদস্যদের উদ্যোগে
বস্তায় আদা চাষ, কম খরচে অধিক লাভ

7
বস্তায় মাটি ভরে আদা চাষের সফলতার কথা জানতে পেরে সমৃদ্ধি কর্মসূচির যুব ফোরামের সদস্যরা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ৪টি গ্রামে এ উদ্যোগ শুরু করে। পরিকল্পনা অনুযায়ী তারা উপজেলা কৃষি অফিসের সহায়তায় সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাশপুর, গয়েশপুর, হরিহরনগর ও মেদিনিপুর গ্রামে ২০০ বস্তায় অর্ধেক মাটি ভরাট করে আদার চারা রোপন করে।
wave_logo_n
Prepared by: Communications and Knowledge Management Division
© WAVE Foundation 2021
House# 22/13 B, Block-B, Khilji Road, Mohammadpur, Dhaka-1207, Bangladesh
+880 258 151620, +880 248110103
www.wavefoundationbd.org
facebook twitter instagram youtube linkedin