View in your browser
header_bangla1
headline10
head
লাইন-লোগো পদ্ধতিতে ধান রোপণ করলে চারার প্রতিটি গোছায় অধিক কুশি ছড়ানোসহ ফসলের জমিতে প্রয়োজনীয় আলো-বাতাস চলাচল করতে পারে। পোকা-মাকড়ের আক্রমণ থেকে রক্ষার জন্য সহজে পরিমিত মাত্রায় কীটনাশক প্রয়োগ ও সারের ব্যবহার করা যায় এবং আন্ত:পরিচর্যা করতে সুবিধা হয়। ফলে ধানের মোট উৎপাদন বৃদ্ধি পায়।

শুরু হলো ‘কোভিড-১৯ এর বিরুদ্ধে সুরক্ষা ও জনচাহিদাভিত্তিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা শক্তিশালীকরণপ্রকল্প

5
জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অধীনে ২০৩০ সালের মধ্যে সকল বয়সী মানুষের জন্য সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিতকরণে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। সাম্প্রতিক কোভিড-১৯ মহামারী আমাদের স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থার নানাবিধ সংকট ও চ্যালেঞ্জগুলোকে সামনে নিয়ে এসেছে। এ প্রেক্ষাপটে কোভিড-১৯ প্রতিরোধ ও প্রস্তুতির পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যসেবার ক্ষেত্রে প্রান্তিক জনগোষ্ঠীসহ স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং বিদ্যমান ব্যবস্থার দায়বদ্ধতা শক্তিশালীকরণের উদ্দেশ্যে ওয়েভ ফাউন্ডেশন একটি প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করেছে।

প্রবীণদের মাঝে শীতবস্ত্র বিতরণ

10
“অনেকের মুকেই (মুখে) কম্বল দিয়ার কতা শুনি, কেউ আজও এটটাও (একটা) দিইনি, ওয়েব (ওয়েভ) থিকেই (থেকে) প্রথম পেলাম।” কম্বল পাবার পর হাসিমুখে কথাগুলো বলছিলেন প্রতাপপুর গ্রামের বৃদ্ধা অতিদরিদ্র ছাহেরা খাতুন।

কৃষি মোর্চার উদ্যোগে
নিরাপদ সবজির ক্রয়-বিক্রয়
কর্ণার-এর যাত্রা শুরু

manikganj
“ওয়েভ ফাউন্ডেশন সরকারের পাশাপাশি সিংগাইর উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে। তার মধ্যে বিষ মুক্ত নিরাপদ সবজি উৎপদান ও বাজারজাতকরণ একটি ব্যতিক্রমী উদ্যোগ। সরকারের ঘোষণা অনুযায়ী সারা দেশের প্রতিটি জেলা উপজেলা পর্যায়ে নিরাপদ সবজির ক্রয়-বিক্রয় কর্ণার করতে হবে। নিরাপদ খাবার/সবজি প্রতিটি মানুষের মানবদেহের জন্য অত্যন্ত প্রয়োজন। কারণ নিরাপদ খাবার নিরাপদ জীবন।”‘নিরাপদ সবজির ক্রয়-বিক্রয় কর্ণার-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, রুনা লায়লা ।

ইউএনডিপি প্রতিনিধিদলের গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন

9
ইউএনডিপি বাংলাদেশের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল গত ৩০ ও ৩১ ডিসেম্বর ২০২০ যথাক্রমে খুলনা জেলার দাকোপ উপজেলার কামারখোলা এবং বাগেরহাট জেলার রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করেন। ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি রেসিডেনসিয়াল রিপ্রেজেনটেটিভ গুয়েন ভ্যান-এর নেতৃত্বে পরির্দশন টিমে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়)’ প্রকল্পের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার সরদার এম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

মিনারা বেগমের সংগ্রামী জীবনে নতুন আলোর সন্ধান

6
মোছা. মিনারা বেগমের বাড়ি ছিল বরিশাল জেলার বড়নদী থানার বরইগঞ্জ গ্রামে। নদীর ধারে বাড়ি হওয়ার কারণে ভাঙ্গনের কবলে পড়ে ২৫ বছর আগে জীবিকার সন্ধানে তার পরিবার চলে আসে খুলনা শহরে। তখন থেকেই দারিদ্র্যের বিরুদ্ধে শুরু হয় মিনারার সংগ্রাম।

উপজেলা পর্যায়ে প্রসপারিটি প্রকল্পের অবহিতকরণ সভা

4
গত ১২ জানুয়ারি ২০২১ মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা পরিষদের সাথে ‘পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল-পিপিইপিপি’প্রকল্পের এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। যেখানে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, লোকমোর্চার সদস্য, সুশীল সমাজের সদস্য এবং সংস্থার প্রকল্প সংশ্লিষ্ট কর্মী-কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় প্রকল্পের কম্পোনেন্ট ভিত্তিক কার্যক্রম বাস্তবায়নের কৌশল, সম্পন্নকৃত জরিপ থেকে প্রাপ্ত অতিদরিদ্র পরিবারের সংখ্যা এবং আগামী মার্চ ২০২১ পর্যন্ত কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।
wave_logo_n
Prepared by: Communications and Knowledge Management Division
© WAVE Foundation 2021
House# 22/13 B, Block-B, Khilji Road, Mohammadpur, Dhaka-1207, Bangladesh
+880 258 151620, +880 248110103
facebook twitter instagram youtube linkedin