View in your browser
header_update_december
convention3
সংস্থা কর্তৃক সংগঠিত গভার্নেন্স এডভোকেসি ফোরাম-এর উদ্যোগে গত ১৯ ডিসেম্বর কৃষিবিদ ইনিস্টিটিউশন বাংলাদেশ, ঢাকায় ‘কার্যকর স্থানীয় সরকার জাতীয় কনভেনশন ২০২১’ অনুষ্ঠিত হয়। প্রায় ছয় শতাধিক স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্লাটফর্মসমূহের নেতৃবৃন্দ ও স্থানীয় সরকার প্রতিনিধি, নাগরিক সমাজ, প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষজ্ঞ, মিডিয়া কর্মীসহ সংশ্লিষ্ট সকল পক্ষের নারী-পুরুষ-ট্রান্সজেন্ডার-যুব প্রতিনিধি কনভেনশনে অংশগ্রহণ করেন। কনভেনশনের মূল পর্ব প্লেনারি অধিবেশন দেখতে ছবিতে ক্লিক করুন।

বিনামূল্যে চক্ষু স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

dec2.1_col
সমৃদ্ধি কর্মসূচির আওতায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী প্রবীণ সামাজিক কেন্দ্রে গত ২ নভেম্বর, বাঁকা ইউনিয়ন পরিষদ হলরুমে ৯ নভেম্বর এবং দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদ হলরুমে ১৬ নভেম্বর বিনামূল্যে চক্ষু স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। গ্রামাঞ্চলের অতি-দরিদ্র ও সাধারণ মানুষ, বিশেষত বয়স্ক নারী-পুরুষসহ কিছু শিশুকে চক্ষু স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ওয়েভ ফাউন্ডেশন ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ যৌথভাবে এ ক্যাম্প পরিচালনা করে ।

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ ত্বরান্বিতকরণে 'প্রকল্প অবহিতকরণ এবং এডভোকেসি নেটওয়ার্ক গঠন সভা'

dec1.7
বাংলাদেশের সংবিধানের ২৮(১) ও ২৮ (৪) ধারা অনুযায়ী ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষ, লিঙ্গ বৈচিত্র্য বা জন্মস্থান ও পেশার কারণে রাষ্ট্র কোন নাগরিকের প্রতি বৈষম্য প্রদর্শন করতে পারবে না। কিন্তু বাস্তবতার প্রেক্ষিতে দেখা যায, কেবল ধর্ম-গোষ্ঠী-বর্ণগত ভিন্নতার কারণেই মোট জনসংখ্যার একটি বড় অংশ বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে দলিত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের মানুষেরা বৈষম্যের শিকার ও তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে অনলাইন সমাবেশ অনুষ্ঠিত

dec3
গত ১৯ নভেম্বর ২০২১ ছিল বিশ্ব টয়লেট দিবস। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান দিবসটি পালন করে। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল Valuing Toilet, অর্থাৎ টয়লেটকে মূল্যায়ন। দিবসটি উদযাপন উপলক্ষে সংস্থা কর্তৃক বাস্তবায়িত 'সকলের জন্য টেকসই পানি এবং স্যানিটেশন সুবিধা ত্বরান্বিতকরণ-এ্যাকসেস' প্রকল্পের উদ্যোগে গত ২০ নভেম্বর সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রায় ১২৫০ জনের অংশগ্রহণে একটি অনলাইন সমাবেশ অনুষ্ঠিত হয়।

জিআইজেড-এর বিশেষ প্রতিনিধি দলের প্রকল্প কার্যক্রম পরিদর্শন

dec4._collagejpg
জিআইজেড-এর প্রোগ্রাম ডিরেক্টর ড. ডানা ডি লা ফরটেইন-এর নেতৃত্বে এক বিশেষ প্রতিনিধি-দল গত ১ ডিসেম্বর সংস্থার ‘জলবায়ুর প্রভাবে খুলনা মহানগরে স্থানান্তরিত অভিবাসী ও দরিদ্র পরিবারসমূহের অভিযোজিত জীবন-জীবিকার উন্নয়নে ছাগল পালন প্রকল্প’র কর্মএলাকা পরিদর্শন করেন। প্রতিনিধিদলে আরও ছিলেন কনসালট্যান্ট কারসটেইন জেহনার, এডভাইজার ইসাবেলা কুইস এবং এডভাইজার মো. ইশতিয়াক। খুলনা সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডের রায়েরমহলে জিআইজেড-এর আর্থিক সহযোগিতায় ২০১৮ সালের নভেম্বর থেকে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

কোভিড-১৯ মহামারীতে ক্ষতিগ্রস্ত প্রকল্পভুক্ত
সদস্যদের আর্থিক সহায়তা প্রদান

dec5
রাজশাহী জেলার পবা উপজেলার হুজুরীপাড়া ইউনিয়নে অবস্থিত একতা কৃষি হাব সেন্টারে গত ১৬ নভেম্বর ২০২১ সংস্থা কর্তৃক বাস্তবায়িত COVID 19: EMERGENCY FINANCIAL SUPPORT FOR FOOD প্রকল্পের অধীনে কোভিড-১৯ মহামারীতে ক্ষতিগ্রস্ত সদস্যদের আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে পরিবারে স্বচ্ছলতা আনয়নে সহায়ক ভূমিকা রাখার লক্ষে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহায়তায় প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

নবায়নযোগ্য শক্তি কার্যক্রম পরিদর্শনে KFW প্রতিনিধিদল

dec6
গত ১৬ই নভেম্বর ২০২১ Kreditanstalt Für Wiederaufbau-KFW (Development Bank, Germany)-এর দক্ষিণ এশিয়া এনার্জি সেক্টরের সিনিয়র পোর্টফলিও ম্যানেজার Sabrina Behr, পোর্টফলিও ম্যানেজার Mareike Schamel এবং বাংলাদেশ প্রতিনিধি তাজমিলুর রহমান ও সৈকত ঘোষ সংস্থার নবায়নযোগ্য শক্তি কর্মসূচি পরিদর্শন করেন। ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার মঙ্গলপোতা গ্রামে কৃষিকাজে ব্যবহারের জন্য সৌর সেচ প্রকল্প এবং কোটচাঁদপুর উপজেলার গুড়পাড়া গ্রামে পরিবার পর্যায়ে স্থাপিত বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করেন।

‘জ্বালো জ্ঞানের আলো, জ্বালো মুক্তির আলো’ বেগম রোকেয়ার ১৪১তম জন্মদিবস উদযাপন

rokea
নারী মুক্তি ও নারী শিক্ষার চিরায়ত দীপশিখা মহান সমাজ বিপ্লবী বেগম রোকেয়ার ১৪১তম জন্মদিন গত ৯ ডিসেম্বর ২০২১ উদযাপিত হয়। দিনটি উদযাপনের মাধ্যমে ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কারের শৃঙ্খল থেকে নারী মুক্তির লক্ষ্যে প্রতিনিয়ত সংগ্রাম করে যাওয়া এ মহিয়সী নারীরঅবদানকে ওয়েভ ফাউন্ডেশন শ্রদ্ধাভরে স্মরণ করে। সংস্থার সকল অফিসে সন্ধ্যা ৬.০০মি. একযোগে মোবাইলের আলো জ্বালিয়ে ছড়িয়ে দেয়া হয় নারী মুক্তির বারতা।
wave_logo_n
Prepared by: Communications and Knowledge Management Division
© WAVE Foundation 2021
House# 22/13 B, Block-B, Khilji Road, Mohammadpur, Dhaka-1207, Bangladesh
+880 258 151620, +880 248110103
www.wavefoundationbd.org
facebook twitter instagram youtube linkedin