View in your browser
header_may

কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ প্রতিরোধে কিশোর-কিশোরী
ক্লাবের বিশেষ উদ্যোগ

1.front_
সংস্থার কৈশোর কর্মসূচির কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা সামাজিক ব্যাধি প্রতিরোধসহ বিভিন্ন ইস্যুতে কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ব্যাপক সংক্রমণ রোধ এবং জনস্বাস্থ্যের উন্নয়নে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার ১০টি উপজেলার বিভিন্ন ইউনিয়নে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা যেসব উদ্যোগ গ্রহণ করেছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো:

'খাদ্য অধিকার বাংলাদেশ'- এর উদ্যোগে ভার্চুয়াল সেমিনার আয়োজন

3
সাম্প্রতিক সময়ে করোনার দ্বিতীয় ঢেউয়ে অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে বাড়তি চাপ সামলাতে সমাজের প্রায় সর্বস্তরের মানুষের হিমসিম অবস্থা, বিশেষত প্রান্তিক জনগোষ্ঠী ও নিম্ন আয়ের মানুষের। বিদ্যমান বাস্তবতায়, খাদ্য নিরাপত্তার প্রেক্ষিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এ প্রেক্ষাপটে গত ২২ এপ্রিল খাদ্য অধিকার বাংলাদেশ নেটওয়ার্ক ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও খাদ্যগ্রহণে প্রভাব’ শীর্ষক জরিপের ফলাফল নিয়ে এক ভার্চুয়াল সেমিনার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি।

সবুরার স্বপ্ন এখন হাতের নাগালে

4
গ্রামের কর্মচঞ্চল ও উদ্যোমী নারী সবুরা খাতুন অক্লান্ত পরিশ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে দারিদ্র্যাবস্থা থেকে বেরিয়ে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে শুরু করেছেন। সবুরা-রফিকুল দম্পতি তাদের এলাকায় এখন একটি প্রেরণার নাম। সবুরা হাসি মুখ নিয়ে বলেন, “যদি কুনুদিন সুযোগ আসি, তালি বড় কইরে একটা গরুর ফারাম দেব” সবুরা এখন সেই স্বপ্ন থেকে খুব বেশি দূরে নেই।

'ক্লাইমেট চ্যালেঞ্জ ফান্ড' বিজয়ী তরুণের সামাজিক উদ্যোগ

7
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাস ও অভিযোজনের লক্ষ্যে সামাজিক উদ্যোগ পরিচালনায় সহযোগিতার উদ্দেশ্যে ব্রিটিশ কাউন্সিলের `ক্লাইমেট চ্যালেঞ্জ ফান্ড’ প্রতিযোগিতায় ওয়েভ ফাউন্ডেশন-এর ৪ তরুণ উদ্যোগতার ৪টি প্রজেক্ট আইডিয়া নির্বাচিত হয়েছে।

মাগুরায় কৃষি সেবা বিষয়ক সিটিজেন চার্টার স্থাপন

5
ওয়েভ ফাউন্ডেশন এমজেএফ ও ইউকেএইডের সহযেগিতায় ‘রেসপন্স’ প্রকল্পের আওতায় মাগুরা জেলার শ্রীপুর ও মহম্মদপুর উপজেলার ১৬টি ইউনিয়নে যেসব সরকারি সেবা দায়বদ্ধ করার উদ্দেশ্যে কার্যক্রম বাস্তবায়ন করছে, তার মধ্যে কৃষি সেবা অন্যতম। এলাকার কৃষকদের সহায়তার উদ্দেশ্যে গত মার্চ মাসে প্রত্যেক ইউনিয়ন পরিষদের সামনে এবং জনসমাগম হয় এমন কয়েকটি স্থানে মোট ১৯টি কৃষি সেবা বিষয়ক `নাগরিক সনদ’ বা সিটিজেন চার্টার বিলবোর্ড আকারে স্থাপন করা হয়েছে।

জলবায়ু পরিবর্তনে স্থানান্তরিত ঝুঁকিপূর্ণ দরিদ্র জনগোষ্ঠীর মাঝে

হাইফার এপ্রোচ বাস্তবায়নের মাধ্যমে ছাগল বিতরণ অনুষ্ঠান

6_collage
গত ৪ এপ্রিল খুলনা সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ডের রায়েরমহল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সংস্থার উদ্যোগে ‘জলবায়ুর প্রভাবে খুলনা মহানগরে স্থানান্তরিত অভিবাসী ও দরিদ্র পরিবারসমূহের অভিযোজিত জীবন-জীবিকার উন্নয়নে ছাগল পালন’ প্রকল্পের অধীনে হাইফার এপ্রোচের মাধ্যমে ছাগল বিতরণ ও কমিউনিটিকে উদ্বুদ্ধকরণ অনুষ্ঠান আয়োজিত হয়। উক্ত অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্জ্ব তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বছরব্যাপী খাদ্য উৎপাদনের লক্ষ্যে কৃষকের মাঝে
আউশ ধানের বীজ বিতরণ

করোনার প্রভাব মোকাবেলায় চলমান পরিস্থিতিতে দেশের মানুষের খাদ্য ঘাটতি পূরণে বছরব্যাপী খাদ্য উৎপাদন অব্যাহত রাখার লক্ষ্যে সরকারি বিভিন্ন উদ্যোগের পাশাপাশি ওয়েভ ফাউন্ডেশন সৌর সেচ প্রকল্পের আওতাভুক্ত নির্বাচিত কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ করা হয়। এ উদ্যোগে সহায়তা প্রদান করে ইডকল।
2
wave_logo_n
Prepared by: Communications and Knowledge Management Division
© WAVE Foundation 2021
House# 22/13 B, Block-B, Khilji Road, Mohammadpur, Dhaka-1207, Bangladesh
+880 258 151620, +880 248110103
facebook twitter instagram youtube linkedin