View in your browser
march_header
1_headline
প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও দারিদ্র্যের কারণে লেখাপড়া করা সম্ভব হয়নি নাসিমার। চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার এক নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন নাসিমা খাতুন। পরিবারের অমতে বিয়ে করায় বড় ধরনের ছন্দপতন ঘটে তার জীবনে। স্বামী চাঁদ আলী একই এলাকার দরিদ্র ঘরের ছেলে। পৈত্রিকসূত্রে পাওয়া মাত্র ২ বিঘা আবাদি জমিতে কৃষিকাজ শুরু করেন চাঁদ আলী। আর নাসিমা হাঁস-মুরগি ও ছাগল পালন শুরু করেন। অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে চলতে থাকে তাদের বিবাহিত জীবন।
headline3
3
জলবায়ু পরিবর্তনের ফলে প্রতিনিয়ত সমুদ্রের স্তর বাড়ছে এবং প্রাকৃতিক দূর্যোগ আরও চরমরূপে আমাদের সামনে হাজির হচ্ছে। যার বিরূপ প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে আর মানুষের দৈনন্দিন জীবন-জীবিকার উপর।
headline2
2
গত ১৭ ফেব্রুয়ারি ২০২১ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সিনিয়র মহাব্যবস্থাপক, মুহম্মদ হাসান খালেদ ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলায় সংস্থার শিঙ্গিয়া কৃষি মোর্চা কর্তৃক বাস্তবায়িত কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। কার্যক্রম পরিদর্শনকালে তিনি কৃষি মোর্চার সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
headline4
4.1
আমাদের দেশের অধিকাংশ নারী অল্প পুঁজি, অল্প আয়” কৌশলে, সনাতন পদ্ধতিতে দেশি মুরগি পালন করে থাকেন। এ পদ্ধতিতে মুরগির উৎপাদনচক্রে (একবার ডিম পাড়া থেকে পুনরায় ডিম পাড়ার আগ পর্যন্ত) সময় বেশি লাগা, কম ডিম পাড়া, ডিম না ফোঁটা, বাচ্চা মৃত্যুহার বেশি হওয়ায় দেশি মুরগি পালন অতটা লাভজনক হয়ে ওঠেনি।
headline5
5
ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা শক্তিশালীকরণের মাধ্যমে সরকারি সেবাসমূহের দায়বদ্ধতা-রেসপন্স প্রকল্পের অধীনে গত ফেব্রুয়ারি মাসে কোভিড-১৯ মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠী”র মাঝে জীবিকায়ন সহায়তা প্রদান করা হয়। মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকেএইডের সহায়তায় পরিচালিত এ কর্মসূচির অধীনে প্রত্যেক নির্বাচিত উপকারভোগীকে নগদ ৭০০০ টাকা করে দেওয়া হয়। মাগুরা জেলার শ্রীপুর ও মহম্মদপুর উপজেলার ২৫০ জন প্রকল্প উপকারভোগীর মাঝে এ সহায়তা প্রদান সম্পন্ন হয়েছে।
headline6.1
6
বিগত ২ ফেব্রুয়ারি ২০২১ পটুয়াখালী জেলার গলাচিপা সদর পাইলটিং ইউনিয়নে পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল-পিপিইপিপি” প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক, একিউএম গোলাম মাওলা। পরিদর্শনকালীন তার নেতৃত্বে সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন ইউনিট কর্মকর্তাদের একটি প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন।
wave_logo_n
Prepared by: Communications and Knowledge Management Division
© WAVE Foundation 2021
House# 22/13 B, Block-B, Khilji Road, Mohammadpur, Dhaka-1207, Bangladesh
+880 258 151620, +880 248110103
facebook twitter instagram youtube linkedin