বিশ্ব খাদ্য দিবস ২০২৩ উদযাপনে দেশব্যাপী প্রচারাভিযান
Header_bottom3
সংস্থার অন্যতম নেটওয়ার্ক খাদ্য অধিকার বাংলাদেশের উদ্যোগে গত ১৪-২৯ অক্টোবর পর্যন্ত ‘বিশ্ব খাদ্য দিবস ২০২৩’ উদযাপন উপলক্ষে দেশব্যাপী প্রচারাভিযান কর্মসূচির আয়োজন করা হয়। দেশের ৪০টি জেলায় জমায়েত, আলোচনা, র‌্যালি, স্থানীয় পর্যায়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। এছাড়া কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৬ অক্টোবর ২০২৩ জাতীয় প্রেসক্লাবের সামনে জমায়েত, আলোচনা ও র‌্যালির আয়োজন করা হয়।
কেঁচো সারে ভাগ্য খুললো আশরাফুলের
Header_bottom3
মো. আশরাফুল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের পীরপুর গ্রামে গড়ে তুলেছেন কেঁচো সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘কৃষি খামার’। শিক্ষাগত যোগ্যতা বলতে তিনি অক্ষর জ্ঞানসম্পন্ন। আশরাফুল চায়ের দোকানদার ছিলেন পাশাপাশি মাঠে দিন মজুরের কাজও করতেন। তার পরিবারে অভাব-অনটন লেগেই থাকতো। পরিবারে আর্থিক স্বচ্ছলতার জন্য চা দোকানীর পাশাপাশি একসময় ভেড়া পালন শুরু করেন। এ কাজে তেমন অভিজ্ঞতা না থাকায় ভেড়া পালনে লাভবান হতে পারেননি। আর্থিকভাবে আরো ক্ষতিগ্রস্ত হন।
বিশ্ব হাত ধোয়া দিবস পালন
Header_bottom3
‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৩ পালন করা হয়। গত ২৬ অক্টোবর রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে এবং ওয়েভ ফাউন্ডেশন ও ওয়াটার ডট ওআরজি’র সহায়তায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা এবং প্রদর্শনীর আয়োজন করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিসুল ইসলাম ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রাক্কলনিক উম্মে সালমা।
দিন বদলের পথে আত্মপ্রত্যয়ী কফিরন
Header_bottom3
“গরু-ছাগল-কবুতর বিক্রির টাকার সাথে আরও কিছু যোগ করে ১ বিঘা বন্ধকী জমির ৩০ মণ ধানে বছরের ভাতের অভাব মিটে যায়। আর গরু, ছাগল ও কবুতর পালনসহ সারা বছর অন্যের জমির মরিচ তুলে, ধান কুঁড়িয়ে ও ধান ঝেড়ে সংসারের বাকি খরচ মিটিয়ে কিছু সঞ্চয় করি, সব মিলিয়ে ভিক্ষে ছেড়ে বেশ ভাল আছি।” কথাচ্ছলে বললেন, জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা গ্রামের কফিরন বেগম (৬৫)।
বাকেরগঞ্জে অনুষ্ঠিত হলো ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’
Header_bottom3
ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত এসিটি (ACT) প্রকল্পের উদ্যোগে গত ২১ সেপ্টেম্বর ২০২৩ বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় ৫০০ এর অধিক যুব’র অংশগ্রহণে Global Climate Strike অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তনের বিভিন্ন নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টির পাশাপাশি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসরত জনগোষ্ঠীর ক্ষতিগ্রস্ততার চিত্র জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে তুলে ধরা ছিলো এই কার্যক্রমের মূল উদ্দেশ্য।
সমন্বিত কৃষি ইউনিটের অধীনে খামারী এবং কৃষকদের সহায়তা
Header_bottom3
গত ১৮ অক্টোবর ২০২৩ চুয়াডাঙ্গা জেলার কোষাঘাটায় সংস্থার সেন্টার ফর ক্যাপাসিটি ডেভেলপমেন্ট-সিডিসি কেন্দ্রিক সমন্বিত কৃষি ইউনিটভুক্ত প্রাণিসম্পদ খাতে প্রযুক্তি সম্প্রসারণের উদ্দেশ্যে বিষ্ণুপুর গ্রামের ১০ জন খামারীকে বিভিন্ন উপকরণ সহায়তা বিতরণ করা হয়। মুরগির বিশেষ আবাসন নিশ্চিত করে আধা বাণিজ্যিকভাবে দেশি মুরগি পালন প্রদর্শনীর উপকরণ যেমন: মুরগির খাঁচা, মুরগির খাবার, মুরগির খাবার পাত্র, মুরগির ডিম পাড়া হাজল, জীবানুনাশকসহ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
wave_logo_n
facebook twitter website instagram youtube linkedin