View in your browser
header_bangla_sep1

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে
'জাতীয় শোক দিবস' পালন

1_sep1
বাংলার ইতিহাসে আগস্ট শোকের মাস। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। বাংলার আকাশ-বাতাস আর প্রকৃতিরও অশ্রুসিক্ত হওয়ার দিন। ঊনিশশো পঁচাত্তরের এই দিনে ধানমন্ডি ৩২ নম্বরের নিজ বাসভবনে স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে ঘাতকদের বুলেটের আঘাতে মৃত্যুবরণ করেন। প্রতি বছর এই দিনটি রাষ্ট্রীয়ভাবে শোকের সাথে পালন করা হয়। ওয়েভ ফাউন্ডেশনও যথাযথ মর্যাদার সাথে এই দিনটি পালন করে আসছে। এ বছর পুরো আগস্ট জুড়ে সংস্থার সকল কর্মএলাকায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

সৌর সেচ ব্যবস্থায় বদলে যাচ্ছে কৃষি কৃষকের জীবনচিত্র

2_sep
সৌরচালিত সেচ প্রকল্প কৃষিভিত্তিক অর্থনীতির জন্য একটি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব সমাধান। ওয়েভ ফাউন্ডেশন নবায়নযোগ্য শক্তি কর্মসূচির আওতায় মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় সৌর সেচ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার কৃষকদের সাশ্রয়ীমূল্যে সেচ সুবিধা প্রদান করছে। সংস্থার উদ্যোগে এবং ইডকল-এর সহায়তায় এ পর্যন্ত ৮৩টি সেচ প্রকল্প স্থাপিত হয়েছে, যেখানে প্রত্যেকটি প্রকল্পের আওতায় ১৫০-১৬০ বিঘা জমি বছরব্যাপী সেচ সুবিধা পাচ্ছে।

যুব সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

3_sep
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে সংস্থা Asia Community Disaster Preparedness & Transformation (ACT) প্রকল্পটি বাস্তবায়ন করছে। এটি একটি শিক্ষণীয় প্রকল্প; যা বাংলাদেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান এবং ইথিওপিয়া এ ৪টি দেশে পরিচালিত হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনার ভাল উদাহরণগুলো অন্যদের সাথে শেয়ার এবং এ কার্যক্রমসমূহকে আরও জোরদার করা এ প্রকল্পের মূল লক্ষ্য।

ভার্মি কম্পোস্ট: রাসায়নিক সারের বিকল্প

4_sep
রাসায়নিক সারের ব্যবহার ছেড়ে ভার্মি কপোস্টের (কেঁচো সার) দিকে ঝুঁকছেন চুয়াডাঙ্গার কৃষকরা। ক্ষতিকর দিক বিবেচনায় তৃণমূলের কৃষকরা রাসায়নিক সারের পরিবর্তে ব্যাপকভাবে ব্যবহার করছেন কেঁচো সার। জেলার বিভিন্ন এলাকায় বাণিজ্যিক ভিত্তিতে শুরু হয়েছে এ সারের উৎপাদন। যার সুফল পাচ্ছেন সংশ্লিষ্টরা।

স্বচ্ছলতার স্বপ্নপূরণ

6_sep2
ফজলুল হক ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন কিভাবে পরিবারে স্বচ্ছলতা আনা যায়। একদিন ছোট ভাই মনিরের সাথে চানাচুরের কারখানা করার বিষয়ে আলোচনা করেন। যেমন চিন্তা তেমন কাজ; দেরি না করে স্বল্প পরিসরে ৩ শতক জমির উপর নিজ পরিবারের ২জন এবং বাইরে থেকে আরো ২জন কর্মী নিয়োগ করে কারখানা চালু করেন।

স্বাস্থ্য সেবার মান উন্নয়নে লোকমোর্চার লবিং এবং মতবিনিময় সভা

5_sep
চুয়াডাঙ্গা জেলা ও সদর উপজেলা লোকমোর্চার সদস্যবৃন্দ গত ১৪ আগস্ট ২০২১ ‘কোভিড-১৯ এর বিরুদ্ধে সুরক্ষা ও জনচাহিদাভিক্তিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা শক্তিশালীকরণ` প্রকল্পের অধীনে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলাইমান হক জোয়ার্দ্দারের নিকট স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে লোকমোর্চার সদস্যরা দাবি করেন যে, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আইসিইউ বেড না থাকায় করোনা রোগীসহ এলাকার অন্যান্য জটিল রোগে আক্রান্তরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

‘ক্রমবর্ধমান দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় সরকারি ব্যবস্থাপনা ও যুব সমাজ’ শীর্ষক ওয়েবিনার

7_sep
দেশে দুর্যোগ সহিষ্ণু অবকাঠামো নির্মাণ, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলো কার্যকর করা ও সেগুলোতে যুব প্রতিনিধিদের সংযুক্ত করে সে অনুযায়ী যথাযথ বরাদ্দ এবং বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষ্যে গত ২৬ আগস্ট ২০২১ সংস্থার উদ্যোগে ‘ক্রমবর্ধমান দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় সরকারি ব্যবস্থাপনা ও যুব সমাজ’ শীর্ষক এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়।
wave_logo_n
Prepared by: Communications and Knowledge Management Division
© WAVE Foundation 2021
House# 22/13 B, Block-B, Khilji Road, Mohammadpur, Dhaka-1207, Bangladesh
+880 258 151620, +880 248110103
www.wavefoundationbd.org
facebook twitter instagram youtube linkedin