View in your browser
header_june2021

করোনা সংক্রমণ রোধে ইয়ুথ এসেম্বলির যুবদের
দেশব্যাপী প্রচারাভিযান

collage
বাংলাদেশে করোনা সংক্রমণের শুরু থেকেই ইয়ুথ এসেম্বলির যুবরা বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়েও তার ব্যতিক্রম ঘটেনি।বিগত এপ্রিল ২০২১ এসেম্বলির উদ্যোগে শুরু হওয়া দেশব্যাপী প্রচারাভিযান কর্মসূচির অংশ হিসেবে এ পর্যন্ত ১১ জেলায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। মোট ৮৯ জন যুব সদস্য যুক্ত থেকে ৫ সহস্রাধিক মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছে। এছাড়া স্যানিটাইজার বিতরণ এবং স্থানীয় মানুষকে মাস্ক ব্যবহারের নিয়ম ও প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

কৃষি মোর্চায় যুক্ত হলো ‘কম্বাইন হারভেস্টার’

2
সংস্থার কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ট্রাক্টর-পাওয়ার টিলারের পর সরকারি অনুদান সহায়তায় ‘শিঙ্গিয়া কৃষি মোর্চা’র কৃষি যন্ত্র বহরে এবার যুক্ত হলো কম্বাইন হারভেস্টার। গত ১২ এপ্রিল ২০২১ ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে ‘কৃষি যন্ত্র বিতরণ’অনুষ্ঠানে মোর্চার নেতৃবৃন্দের হাতে কম্বাইন হারভেস্টারের চাবি তুলে দেয়া হয়। ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট শফিকুল আজম খাঁন চঞ্চল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

স্বল্প ব্যয়ে টয়লেটে রেইন ওয়াটার হার্ভেস্টিং সিস্টেম প্রবর্তন

3
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় সংস্থা স্বল্প ব্যয়ে টয়লেটে রেইন ওয়াটার হার্ভেস্টিং সিস্টেম নির্মাণের জন্য ক্ষুদ্রঋণ সমিতির সদস্যদের উদ্বুদ্ধকরণসহ কারিগরি সহায়তা প্রদান করছে। ২০২০ সালে কোভিড-১৯ শুরু হওয়ার পর সদস্যদের পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার বিষয়টি বিশেষ বিবেচনায় নিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়। এই ব্যবস্থা গ্রহণের জন্য টয়লেট প্রতি সদস্যদের খরচ হয় মাত্র ৮০০ থেকে ১০০০ টাকা। যা ব্যাপকভাবে চালু হলে বৃষ্টির পানিকে কাজে লাগানোর মাধ্যমে ভূগর্ভস্থ পানির ব্যবহার হ্রাস করা সম্ভব।

করোনাকালে গ্রাম পর্যায়ে সমৃদ্ধি স্বাস্থ্য সেবার দৃষ্টান্ত স্থাপন

4
সরকারি স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি করোনাকালে মাঠে ছিলেন ওয়েভ ফাউন্ডেশন-এর স্বাস্থ্য কর্মীরা। মৃত্যুভয় উপেক্ষা করে তারা লড়ে গেছেন সমান তালে। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ প্রবীণ, গর্ভবর্তী মা, হতাশাগ্রস্ত কিশোর-কিশোরী, বিভিন্ন বয়সী নারী ও শিশুদের মাঝে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। কখনো স্যাটেলাইট ক্লিনিক ও স্ট্যাটিক ক্লিনিকের মাধ্যমে, আবার কখনো নিয়মিত বাড়ি বাড়ি উপস্থিত হয়ে সেবা প্রদান করা হয়েছে।

কমিউনিটি গ্রুপের নেতা সুফিয়া বেগমের সফলতা

sufia-begum-5
এলাকার মানুষের যে কোনো সমস্যা বা প্রয়োজনে সুফিয়া বেগম স্বেচ্ছায় এগিয়ে আসেন। ২০১৯ সালে রেসপন্স প্রকল্পের অধীন মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে কমিউনিটি গ্রুপ গঠনের সময় সকলের মতামতের ভিত্তিতে তিনি গ্রুপের সভাপতি নির্বাচিত হন। যদিও এর আগে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক কার্যক্রমের সঙ্গে তিনি যুক্ত ছিলেন না।

করোনাকালে দরিদ্র ও কর্মহীন জনগোষ্ঠীর মাঝে সবজি ভ্যান এবং মোটরচালিত ভ্যান বিতরণ

6
যে কোন দুর্যোগকালের মতো চলমান করোনা পরিস্থিতিতেও ওয়েভ ফাউন্ডেশন দেশের অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রায় এক বছরের বেশি সময় ধরে করোনার ভয়াবহ প্রভাবে দরিদ্র মানুষ আরো বেশি দরিদ্র হয়েছে। অনেক শ্রমজীবী ও কর্মজীবী মানুষ তাদের কাজ হারিয়ে বেকার জীবনযাপন করছে।

বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর
কার্যকর অংশগ্রহণের লক্ষ্যে ‘ক্ষমতায়িতকরণ’ প্রকল্প-এর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

7
অর্থনৈতিক ও সামাজিকসহ বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি অর্জন করলেও নভেল করোনাভাইরাস প্রাদুর্ভাবের আগে থেকেই বাংলাদেশ ক্ষুধা, দারিদ্র্য ও অপুষ্টিসহ বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলা করে আসছিল। সরকারি- বেসরকারি নানান জরিপ অনুযায়ী দেশে বর্তমানে প্রায় ৬ কোটি মানুষ দারিদ্র্যসীমার নীচে বাস করছে, যাদের বেশিরভাগই মৌলিক অধিকার, মর্যাদাপূর্ণ জীবিকায়ন এবং রাজনৈতিক ক্ষমতার দিক থেকে অনেক দূরে অবস্থান করে থাকেন। বিশেষ করে এদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে আদিবাসী, দলিত, হিজড়া এবং বিশেষভাবে সক্ষম মানুষের জীবনমানের তেমন কোনো উন্নয়ন ঘটেনি।
wave_logo_n
Prepared by: Communications and Knowledge Management Division
© WAVE Foundation 2021
House# 22/13 B, Block-B, Khilji Road, Mohammadpur, Dhaka-1207, Bangladesh
+880 258 151620, +880 248110103
www.wavefoundationbd.org
facebook twitter instagram youtube linkedin