View in your browser
header_march-1024x205

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের

জন্মশতবার্ষিকী উদযাপিত

sec1
আমি হিমালয় দেখিনি, তবে শেখ মুজিবকে দেখেছি, আমি হিমালয়কে দেখলাম’। আলজেরিয়ায় অনুষ্ঠিত ১৯৭৩ সালে জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) চতুর্থ সম্মেলনে কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখে কথাটি বলেছিলেন। বঙ্গবন্ধু তাঁর নেতৃত্ব গুণে সমগ্র বিশ্বে এভাবেই সমাদৃত হয়েছেন এবং বাংলাদেশকে এক অনন্য মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। ২০২০ সাল থেকেই নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মুজিব শতবর্ষ। এরই ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ওয়েভ ফাউন্ডেশন ১৭ মার্চ থেকে ২৬ মার্চ ২০২১ পর্যন্ত ১০ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

লাইলী-প্রতিবন্ধী নারীদের এক দৃষ্টান্তের নাম

mar_enews_2
মেহেরপুর জেলার ঐতিহাসিক স্থান আমঝুপি বাজারের সন্নিকটে একটি ছোট গ্রাম, নাম হাসনাবাদ। ১৯৮৭ সালের ৪ মে এই গ্রামে বহুমাত্রিক প্রতিবন্ধিকতা নিয়ে কৃষক মো. জামাত আলী ও নুরজাহানের ঘরে জন্মগ্রহণ করেন মোছা. লাইলী খাতুন। সে না পারতো ঠিকমতো চলতে, না পারতো ঠিকভাবে কথা বলতে; সাথে থেমে ছিল তার মানসিক বিকাশের স্বাভাবিক গতি। প্রতিবন্ধী হওয়ার ফলে সমাজ-সংসারে বহুবিধ উৎপীড়নের মাঝে ধীরে ধীরে লাইলী বড় হতে থাকে। বহুমাত্রিক প্রতিবন্ধিকতার কারণে আশেপাশের মানুষজনের কাছে তিনি হয়ে ওঠেন অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত ও হাসির খোরাক।

মাসব্যাপী প্রশিক্ষণ এবং ২৫ টি অতিদরিদ্র পরিবারের মাঝে
সেলাই মেশিন বিতরণ

mar_enews_4
পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল-পিপিইপিপি প্রকল্পের জীবিকায়ন কর্মসূচির আওতায় অকৃষিজ বিষয়ে দক্ষতা উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে পটুয়াখালীর গলাচিপা সদর ইউনিয়নের ২৫ জন অতিদরিদ্র পরিবারের সদস্য নিয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ ২০২১ পর্যন্ত একটি সেলাই প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। স্থানীয় ২ জন দক্ষ প্রশিক্ষক এতে প্রশিক্ষণ প্রদানের দায়িত্ব পালন করেন। প্রশিক্ষণ কোর্সের সূচি অনুযায়ী ৩০ দিনে ১২ ধরনের পোশাক তৈরি শেখানো হয়। সমাপনী অনুষ্ঠানে ২৫ জন অংশগ্রহণকারীর প্রত্যেককে ১টি করে মোট ২৫টি সেলাই মেশিন বিতরণ করা হয় যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাদী।

ঢাকায় গঠিত হলো ‘লোকমোর্চা’

sec5
ওয়েভ ফাউন্ডেশন-এর একটি ফ্ল্যাগশিপ কর্মসূচি হিসেবে ‘লোকমোর্চা’ সংস্থার বিভিন্ন কর্মএলাকায় দীর্ঘদিন ধরে মানুষের অধিকার ও প্রাপ্যতে অভিগম্যতা এবং স্থানীয় সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে আসছে। সম্প্রতি দি এশিয়া ফাউন্ডেশন ও ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় ‘কোভিড-১৯ এর বিরুদ্ধে সুরক্ষা ও জনচাহিদাভিত্তিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্প’ বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে চুয়াডাঙ্গার তিনটি উপজেলা ও জেলা পর্যায়ে লোকমোর্চা কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়। পাশাপাশি, গত ১৮ মার্চ ২০২১ ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩০নং ওয়ার্ডের মেহেদিবাগ কর্মএলাকায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে গঠিত হয় ২৫ সদস্যবিশিষ্ট লোকমোর্চার নতুন আরেকটি কমিটি।

রুখবো অনিয়ম সাহস নিয়ে, হতে দেব না আর বাল্য বিয়ে

mar_enews_7
“সীমা দিনকে দিন সেয়ানা হয়ে উঠছে, তার বিয়ে-সাদিটা এখনি দিয়ে দিয়া দরকার। সে এক ক্লাস-দু’ক্লাস কইরি, নয়-নয়খান ক্লাস পাড়ি দিয়া ফালাইছে, তাই চাচ্ছি আমার ভাতিজা মুরাদের সাথে ওর বিয়াডা সাইরে দিই।” এসব বলে সীমার খালু মোতালেব প্রতিনিয়ত তার মা-বাবাকে প্রচন্ড চাপ দিতে থাকে। সব শুনে সীমার মা বলেন, “যা ভালো বুঝেন, তাই করেন।”

আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

mar_enews_3
করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ৮ মার্চ ২০২১, ওয়েভ ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, ঢাকায় ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনায় আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সামগ্রিক পরিমন্ডলে নারীর অবস্থান; নারী নেতৃত্ব; নারীর প্রতি বৈষম্য, নির্যাতন ও সামাজিক দৃষ্টিভঙ্গিসহ বিবিধ ইস্যু উঠে আসে।
wave_logo_n
Prepared by: Communications and Knowledge Management Division
© WAVE Foundation 2021
House# 22/13 B, Block-B, Khilji Road, Mohammadpur, Dhaka-1207, Bangladesh
+880 258 151620, +880 248110103
facebook twitter instagram youtube linkedin