বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে প্রশিক্ষণ কোর্সগুলি ৩/৬ মাস মেয়াদী
সেশন : জানুয়ারি-জুন এবং জুলাই-ডিসেম্বর

A b o u t

১৯৯০ সালে প্রতিষ্ঠিত বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশন জন্মলগ্ন থেকেই মানব সম্পদ ও দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রমকে গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে আসছে । সংস্থার কার্যক্রম বাস্তবায়নের প্রথম থেকে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণকারী জনগোষ্ঠী এবং উন্নয়ন কর্মীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি এবং দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তনে নানামুখী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে। ওয়েভ ফাউন্ডেশন এর উন্নয়ন সহযোগীদের বড় একটা অংশ শিক্ষিত, অর্ধশিক্ষিত ও স্বাক্ষরজ্ঞান সম্পন্ন বেকার যুব নারী-পুরুষ। এসব উন্নয়ন সহযোগীসহ সমাজের পশ্চাৎপদ বেকার যুবদের অধিকাংশেরই জেলা পর্যায়ে সরকারীভাবে পরিচালিত ৩/৬ মাস মেয়াদি কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করা সম্ভব হয় না। আবার এসব সুযোগ চাহিদার তুলনায় খুব কম। ফলে এ সকল বেকার যুবরা যাতে স্ব স্ব অবস্থানে থেকে পরিবারের দায়-দায়িত্ব পালনপূর্বক প্রশিক্ষণ গ্রহণ করতে পারে সে লক্ষ্যকে সামনে রেখে মান সম্পন্ন কারিগরী প্রশিক্ষণ ও সেবা সরবরাহের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং বিভিন্ন ক্ষেত্রে অর্থোপার্জনে সক্ষমতা অর্জনে সহায়তা করার লক্ষ্যে ২০১৩ সালে ‘ওয়েভ ট্রেড ট্রেনিং সেন্টার’ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয় । বেকারত্বের অভিশাপ মুক্ত উন্নত জীবন গড়তে হলে বাস্তব কারিগরি প্রশিক্ষণের বিকল্প নেই। এসব কার্যক্রমের পাশাপাশি ‘সকলের জন্য কম্পিউটার স্বাক্ষরতা’সহ বিভিন্ন বিষয়ে বেকার যুবদের ৩-৬ মাস মেয়াদি কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের লক্ষ্যে ওয়েভ ট্রেড ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠিত হয়। এ লক্ষ্য বাংলাদেশের বিকাশমান অর্থনীতি ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদারই প্রতিফলন মাত্র। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিগত উৎকর্ষের এ যুগে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় টিকে থাকতে হলে আমাদের জনশক্তিকে জনসম্পদে পরিণত করতে হবে। সে লক্ষ্যে ওয়েভ ট্রেড ট্রেনিং সেন্টার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

লক্ষ্য

কারিগরি ও প্রযুক্তি নির্ভর উপার্জনক্ষম দক্ষ জনশক্তি গড়ে তোলা। 

উদ্দেশ্য

কৌশল

কার্যক্রম

Legal Status

C o u r s e s

কম্পিউটার অফিস এপ্লিকেশন

more..

ড্রেসমেকিং এন্ড টেইলরিং

more..

ব্লকবাটিক এন্ড প্রিন্টিং

more..

ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স

more..

গ্রাফিক্স এন্ড ওয়েব ডিজাইন

more..

মোবাইল ফোন সার্ভিসিং

more..

সুইং মেশিন অপারেশন

more..

S t o r y

Project

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

Contact

Visit us

Dudhpatila, Darsana, Chuadanga

Damkura Road, Kashiadanga, Rajshahi

call us

+880 1713337550

contact us

wttc@gmail.com

Contact Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Not readable? Change text. captcha txt