View in your browser
header_bangla_october

খাদ্য অধিকার বাংলাদেশ-এর উদ্যোগে ওয়েবিনার অনুষ্ঠিত

4.
গত ৩০ সেপ্টেম্বর ২০২১, খাদ্য অধিকার বাংলাদেশ-এর উদ্যোগে “খাদ্য উৎপাদন, আমদানি ও বাজার পরিস্থিতি: প্রেক্ষিত খাদ্য অধিকার” শীর্ষক এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়। খাদ্য অধিকার বাংলাদেশ ও পিকেএসএফ-এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ-এর সভাপতিত্বে এবং নেটওয়ার্ক-এর সাধারণ সম্পাদক ও ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী-এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, এমপি।

বাহারি মাছ চাষে দিন বদলের সুবাতাস

6.2
বর্তমানে মাছ শুধু খাওয়ার জন্য নয় বরং ঘরে সাজিয়ে রাখতেও ব্যবহৃত হচ্ছে। বড় বড় শহরের অভিজাত বাড়ি ও বাণিজ্যিক ভবনের মতো ছোট শহরেও একুরিয়ামে মাছ রেখে লালন-পালনের চিত্র বাড়ছে। সাধারণত একুরিয়ামে যে মাছগুলো রাখা হয় সেগুলো চাষের মাছ থেকে আলাদা। এরা রঙিন, দৃষ্টিনন্দন এবং অপেক্ষাকৃত ছোট আকৃতির হয়। এদের বলা হয় বাহারি মাছ বা Ornamental Fish.
1.october_cover1
“সামাজিক পুঁজি গঠনের মাধ্যমে স্থানীয় প্রশাসনের সহায়তায় সরকারি সেবাসমূহ জনবান্ধবকরণ-(লোকমোর্চা)” প্রকল্পের অধীনে বিগত সেপ্টেম্বর ২০২১ চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার ৩টি ও মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার ৪টি ইউনিয়নের স্ট্যান্ডিং কমিটিসমূহ কার্যকরীকরণে ত্রৈমাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
2.october_kustia
গত ২২ নভেম্বর ২০২০ ওয়েভ ফাউন্ডেশন-এর দৌলতপুর-৩১ ইউনিটের (কুষ্টিয়া জেলা) সোনালী সমিতি থেকে দেবতা রাণী ৩০ হাজার টাকা ঋণ নিয়ে নিজ বাড়িতে ল্যাট্রিন স্থাপন করেন। এখন তার বাড়ির পরিবেশ বেশ স্বাস্থ্যকর, ছেলেসহ পরিবারের অন্যান্যরা আগের মত অসুস্থ হয় না এবং ডাক্তারের খরচও লাগে না।

মাচা পদ্ধতিতে করবো ছাগল পালন, সুখে থাকবো সারা জীবন

3
অভাবের কারণে নীলিমা রাণী বিশ্বাসের পরিবার ৫ বছর আগে যশোর জেলার মনিরামপুর থানার কমলাপুর গ্রাম থেকে খুলনা মহানগরে চলে আসে। বর্তমানে তারা খুলনা সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ড রায়ের মহলে বসবাস করেন। এখানে আসার পরও দারিদ্র্যের মধ্য দিয়ে দিন কাটছিল নীলিমার পরিবারের।
5.1
“দীর্ঘদিনের কষ্ট লাঘব হইছে, আমার পরিবারের পানিবাহিত রোগ কমে যাওয়ায় আর্থিক ও শারীরিক দিক দিয়ে এখন অনেক ভালোভাবে দিন পার করছি। ধন্যবাদ ওয়েভ ফাউন্ডেশনের লোকমোর্চা কমিটিকে। তারা ছাড়া এই কাজটি সম্ভব হতো না”। এভাবে নিজের অভিব্যক্তি প্রকাশ করছিলেন মাগুরা জেলার রাজাপুর ইউনিয়নের প্রতিবন্ধী বাসিন্দা স্বপন কুমার।

সেলাই মেশিনে কাজ করে স্বাবলম্বী হলেন মীম আক্তার

7.
২০২০ সালে মোছা. মীম আক্তারের পরিবার প্রসপারিটি প্রকল্পের অধীন পরিচালিত সেনসাস বা জনগণনার মাধ্যমে অতিদরিদ্র খানার তালিকায় অন্তর্ভুক্ত হয়। পরবর্তীতে পরিবারের সদস্যদের মধ্য থেকে মীম প্রসপারিটি গ্রাম কমিটিতে ভর্তি হওয়ার সুযোগ পান। কমিটির সাপ্তাহিক সভায় সদস্যরা আলোচনা করে তাকে সেলাই প্রশিক্ষণের জন্য নির্বাচন করেন। পটুয়াখালী জেলার গলাচিপা ইউনিয়নের দক্ষিণ কালিকাপুর গ্রামে বাস করে মীমের পরিবার।
wave_logo_n
Prepared by: Communications and Knowledge Management Division
© WAVE Foundation 2021
House# 22/13 B, Block-B, Khilji Road, Mohammadpur, Dhaka-1207, Bangladesh
+880 258 151620, +880 248110103
www.wavefoundationbd.org
facebook twitter instagram youtube linkedin