জিসিপিএ’র পরিকল্পনা অনুয়ায়ী ইউপি নারী সদস্যগণ সরাসরি প্রকল্প বাস্তবায়নে সম্পৃক্ত হয়েছেন

 In Blog

ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক এমজেএফ ও ইউকেএইডের সহযেগিতায় বাস্তবায়িত (Responsiveness of Public Services through Strengthening Participatory Governance–Response) প্রকল্পের আওতায় মাগুরা জেলার শ্রীপুর ও মহম্মদপুর উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদে তাদেরসুশাসন দক্ষতা বা জিসিপিএ (গভার্নেন্স ক্যাপাসিটি পারফরমেন্স এ্যাসেসমেন্ট) কার্যক্রম পরিচালিত হয়। এর মধ্যে শ্রীপুরের শ্রীকোল ইউনিয়নেজিসিপিএ পরিচালিত হয়েছে ১৩ নভেম্বর ২০১৯ তারিখে।  জিসিপিএ’র পরিকল্পনা সভায় ইউপি চেয়ারম্যান মোতাসিম বিল্লাহ সংগ্রামের একটিপ্রতিশ্রুতি ছিল, আগামীতে ইউপি’র যেসব উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে তার এক-তৃতীয়াংশ বাস্তবায়নের দায়িত্বে থাকবেন সংরক্ষিত আসনেরনারী সদস্যগণ। এর অংশ হিসেবে সংরক্ষিত নারী সদস্য মোছা. ইয়াসমিন খাতুন গত মার্চ মাসে নিজ এলাকার দরিদ্র-অসহায়-সুবিধাবঞ্চিতনারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য এলজিএসপি-৩ এর বরাদ্দকৃত এক লক্ষ টাকার সেলাইমেশিন বিতরণের প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বপান। অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় প্রকল্প বাস্তবায়নের জন্য প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি ইয়াসমিন খাতুন গত ২ মার্চ অনুষ্ঠিতওয়ার্ড সভার চাহিদা অনুযায়ী তার আওতাভুক্ত ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের ১০ জন অতিদরিদ্র নারীকে নির্বাচন করেন, যাদের মধ্যেরেসপন্স প্রকল্পভুক্ত কমিউনিটি গ্রুপের সদস্য সমিতাও রয়েছেন। সকল প্রক্রিয়া সম্পন্ন করে ইয়াসমিন খাতুন গত ১৮ আগস্ট ২০২০ ইউপিচেয়ারম্যন, পিআইসি’র সদস্য, লোকমোর্চা প্রতিনিধি, প্রকল্প কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে নির্বাচিত নারীদের মাঝে ১০টিসেলাইমেশিন বিতরণ করেন।

Recent Posts

Leave a Comment

Contact Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Not readable? Change text. captcha txt